ঢাকা (রাত ১:২৩) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে বন্ধ করা হল জেলার সাথে সকল উপজেলার যাতায়াত



মো.শাকিল হোসেন শওকত, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ বিকেল ৪টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম এর নির্দেশে জেলার সাথে সকল উপজেলার যাতায়াত বন্ধ করা হলো। সকালে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, এবং জনপ্রতিনিধিগনের সমন্বয়ে বিশেষ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বিকাল ৪ টা হতে জেলা ও উপজেলার সকল entry point দিয়ে বাহির হতে এবং ভিতর হতে বাহিরে শুধু জরুরি সেবা ব্যতিত সকল যানবাহন ও মানুষের চলাচল বন্ধ থাকবে। বিকাল ৪টায় পুলিশ জেলা ও উপজেলার entry point বন্ধ করে দিয়েছে। এ সময় সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার ভূমি পুলিশের সাথে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম স্যারের এর নির্দেশে আমরা নাগরপুর উপজেলা সাথে সকল যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশনা পেলে যাতায়াত খুলে দেয়া হবে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT