টাঙ্গাইলে ধান ক্ষেতের ড্রেন থেকে ১ নারীর মরদেহ উদ্ধার
মোঃ শাকিল হোসেন শওকত শনিবার সকাল ০৮:৪০, ১১ মে, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ধান ক্ষেতের সেচের ড্রেন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১০ মে) ২০২৪ সকালে উপজেলার বারাপুষা এলাকার ধান ক্ষেতের সেচ ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, মহিলাটি বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগম (৪২)। এটি পরিকল্পিত হত্যা না দুর্ঘটনা এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
মৃতের ছোট ছেলের স্ত্রী প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম। শুক্রবার সকাল ৮ টার দিকে খবর পান কাঠুরী গ্রামের নিজাম উদ্দিনের বাড়ীর পশ্চিম পাশের ধান ক্ষেতে এক মহিলার লাশ পরে আছে। এ খবরে, ঘটনা স্থলে গিয়ে দেখে তার শাশুড়ীর মৃত দেহ পড়ে আছে ধান ক্ষেতের সেচ ড্রেনে।
নিহত নারীর পিতা গনি মিয়া বলেন, আমার মেয়ে কাল বাড়ীতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি।
প্রত্যক্ষদর্শী বাহাদুর মিয়া বলেন, সকাল সাত টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য মেশিন ঘরে যাবার সময় ক্ষেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে, আশপাশের লোকজনদের বিষয়টি জানাই।
নিহত স্বামী মো. নজরুল ইসলাম জানান, গতকাল সকাল ৭টার দিকে কাজের জন্য বাহিরে চলে যাই। বাড়ী ফিরে এসে ছেলে বৌদের কাছে থেকে জানতে পারি, সে বাপের বাড়ী গেছে। সকালে খবর পাই ধান ক্ষেতে পরে আছে তার মরদেহ।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।