ঝটিকা মিছিলে ছাত্রলীগ-যুবলীগের ৫ কর্মী আটক
হোসাইন মোহাম্মদ দিদার
বুধবার সকাল ০৯:০৯, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
উপজেলার জিংলাতলী ইউনিয়নের ধীতপুর এলাকায় সোমবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল করতে গেলে বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ-যুবলীগ ও কৃষকলীগের কয়েকজন নেতাকর্মীকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতদের নাম পরে জানাবে বলে জানিয়ে এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“আজ ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল বের হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিলকারীদের ব্যানারসহ আটক করে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


