ঢাকা (দুপুর ১:০৯) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“জয় বাংলার জয়” বইয়ের মোড়ক উন্মোচন

নড়াইল জেলা ২১৩২৬ বার পঠিত
নড়াইলের কৃতি সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক কর্মী, কলামিস্ট হাবিবুর রহমান তাপস রচিত ‘জয় বাংলার জয়’ নামক বইয়ের মোড়ক উন্মোচন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ০৯:১১, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

নড়াইলের কৃতি সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক কর্মী, কলামিস্ট হাবিবুর রহমান তাপস রচিত ‘জয় বাংলার জয়’ নামক বইয়ের মোড়ক উন্মোচন

নড়াইলের কৃতি সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক কর্মী, কলামিস্ট হাবিবুর রহমান তাপস রচিত “জয় বাংলার জয়” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেলিম আলদীন মুক্তমঞ্চে এক অনাড়ম্বর পরিবেশে শনিবার “জয় বাংলার জয়” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহবায়ক অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব জনাব ইব্রাহিম হোসেন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, সিরাজগঞ্জ অর্থনৈতিক জোনের উদ্যোক্তা পরিচালক ও জা’বি সিনেটর মনোয়ার হোসেন এবং জা’বি সিনেটর অধ্যাপক ড. আলমগীর কবির। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বইটির ভুয়সী প্রশংসা করে এর শুভ কামনা জানান। “জয় বাংলার জয়” এর লেখক হাবিবুর রহমান তাপস বলেন “তরুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়াই আমার উদ্দেশ্য। আমি আমার লেখনীর মাধ্যমে সুস্পষ্ট করে বোঝাতে চেয়েছি পাকিস্তান দর্শন ও বাংলাদেশ দর্শনের পার্থক্য, যে পার্থক্যে গড়ে উঠেছে বাংলাদেশ”। ডিজিটাল বাংলাদেশের রূপকার, মেধাবী ও তরুণ প্রজন্মের আদর্শ সজীব ওয়াজেদ জয়কে নিয়ে লেখা হয়েছে বইটি। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত বইটি ইতিমধ্যে মহান একুশে গ্রন্থ মেলায় ২২ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। লেখক আরো জানান যে, বইটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উৎসর্গ করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT