জুড়ীতে আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতা বহিষ্কার
মোঃইবাদুর রহমান জাকির বুধবার রাত ০১:১৪, ৩ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারের জুড়ীতে দলীয় নির্দেশনা অমান্য করে আসন্ন ইউপি নির্বাচনে ‘নৌকার’ প্রার্থীকে চ্যালেঞ্জ করে নির্বাচনে অংশ নেওয়ায় তিন আওয়ামী লীগ নেতা ও এক যুবলীগ নেতাকে দলের সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
৩০ অক্টোবর জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুক আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে বহিস্কারের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
বহিস্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনফর আলী, পূর্ব-জুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য সালেহ উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল ও গোয়ালবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে দলীয় প্রার্থী শ্রীকান্ত দাসের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনফর আলী। পূর্ব জুড়ী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল কাদিরের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করছেন বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল।
নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলার এই তিন নেতাকে দলের সকল পদ-পদবী থেকে বহিস্কার করা হলো।
এর আগে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দলীয় প্রার্থী শাহাব উদ্দিন আহমেদ লেমনের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদকে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা ভঙ্গ করায় আওয়ামী যুবলীগ থেকে বহিস্কার করা হয়।
২৮ অক্টোবর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাকে দলীয় পদপদবী থেকে বহিস্কার করা হয়।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।