ঢাকা (সকাল ১০:৪৯) শুক্রবার, ১৭ই মে, ২০২৪ ইং

জামুকা জাল মুক্তিযোদ্ধা তৈরীর কারখানা-মানববন্ধনে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ



জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে জাল মুক্তিযোদ্ধা কারখানা হিসেবে আখ্যা দিলেন ময়মনসিংহের গৌরীপুরে ভারতীয় তালিকাভুক্ত স্থানীয় বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ।

জাতির পিতা বঙ্গবন্ধুকে অবমাননা ও জামুকার বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদে রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বক্তব্যে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলেন, জামুকা কর্তৃক ১৯ ডিসেম্বর সঠিক মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের তালিকায় গৌরীপুরে ভারতীয়, লাল মুক্তিবার্তা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের আওতার বাইরে রাখা হয়েছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মানহানি হয়েছে। তিনি জামুকার বিতর্কিত এ কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রহিম উদ্দিন, মোখলেছুর রহমান খান, আবুল কালাম আজাদ, মোঃ গিয়াস উদ্দিন, তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান সাদেকুর রহমান সেলিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা।

এতে অংশগ্রহন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন, সাংবাদিক আলী হায়দার রবিন, ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি উজ্জল চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা প্রদীপ বাগচী, যুবলীগ নেতা বাবলু মল্লিক, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধার সন্তান মুজিবুর রহমান, চায়না রানী, রুবেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT