ঢাকা (সন্ধ্যা ৭:০০) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জনগণ আ.লীগকে অনেক পছন্দ করে : সুবিদ আলী ভূঁইয়া এমপি

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা Clock শুক্রবার সন্ধ্যা ০৬:১৩, ৮ সেপ্টেম্বর, ২০২৩

“জনগণ আ.লীগকে অনেক পছন্দ করে” এ কথা বলেছেন কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীশ স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

তিনি বলেন, মানুষ উন্নয়নে বিশ্বাসী। জনগণের কল্যাণে আ.লীগ সরকার কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আ.লীগ নিরঙ্কুশ জয় লাভ করবে।

সুবিদ আলী ভূঁইয়া বলেন, দেশের সর্বত্রে আজ অভাবনীয় উন্নয়ন হয়েছে। আমরা এখন সেই উন্নয়নের সুফল ভোগ করছি।
আপনারা এই উন্নয়নের খবর জনগণের কাছে পৌঁছে দিন।
বিএনপিকে এদেশের জনগণ প্রত্যাখান করেছে।

শুক্রবার (৮ সে সেপ্টেম্বর) স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— মাহমুদা ভূঁইয়া, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, জেলা পরিষদ এর সদস্য জেবুন্নেসা জেবু, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT