চোখের জলে বুক ভাসিয়ে ছেলের জন্য ভোট ভিক্ষা চাইলেন ‘মা’
হোসাইন মোহাম্মদ দিদার বুধবার সন্ধ্যা ০৭:৫৬, ৩ জানুয়ারী, ২০২৪
আমার ছেলে ও আমার পরিবার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিযোগিতার রাজনীতি করে। আমরা মানুষের কল্যাণের রাজনীতি করে আসছি। এই নির্বাচনকে ঘিরে একবিন্দু রক্ত না ঝরুক। আমরা শান্তিপ্রিয় নির্বাচনে বিশ্বাসী।
আপনারা আমার পরিবারের অংশ, আপনাদের ঋণ আমরা শোধ করতে পারব না, আমি ও আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী। আমার একমাত্র ছেলে ব্যারিস্টার নাঈম হাসান কুমিল্লা-১ আসনে ঈগল প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা দাউদকান্দি-তিতাসবাসি তাকে ঈগল প্রতীকে ভোট দিয়েন।
আপনাদের কাছে ৭ জানুয়ারি একটি করে ঈগল প্রতীকে ভোট ভিক্ষা চাইছি।
মাহমুদা হাসানের বক্তব্যে এক আবেগঘন পরিবেশের অবতারণা সৃষ্টি হয়। এতে উপস্থিত সাংবাদিকসহ সকলেই নির্বাক হয়ে যান, পিনপতন নীরবতায় উপস্থিত সকলের হৃদয় জয় করে নেন সংসদ সদস্য প্রার্থীর মা ।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের মমতাময়ী মা মাহমুদা হাসান।
বক্তব্যে ভাইয়ের জন্য তিতাস-দাউদকান্দিবাসির কাছে ভোট ভিক্ষা চান সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের একমাত্র বোন রিজওয়ানা হাসানও।
কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনে ঈগল(স্বতন্ত্র) প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের জন্য এই দুই উপজেলাবাসির কাছে ভোটের দিন কেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে একটি করে ভোট দেওয়ার অনুরোধ জানান প্রয়াত দানবীর হাসান জামিল সাত্তারের সহধর্মিণী মাহমুদা হাসান।
বুধবার(৩ জানুয়ারি) বিকালে জুরানপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক বক্তব্যে এ কথা বলেন।
এতে আরও বক্তব্য দেন— কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া’র সহধর্মিণী মাহমুদা ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে কুমিল্লা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানকে পূর্ণ সমর্থন দিয়ে মাঠে কাজ করার কথা জানিয়ে বলেন, ভূঁইয়া পরিবারের সকল রাজনৈতিক কর্মীসমর্থকদের কাছে ঈগল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।