ঢাকা (রাত ২:৫১) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত Meghna News যুবলীগ নেতার নেতৃত্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে যখম Meghna News চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকারসহ আটক-১

চেয়ারম্যানের ঘনঘন বিদেশ যাত্রায় সেবা নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ

দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামালউদ্দিন চৌধুরী

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার বিকেল ০৫:০৭, ৩ আগস্ট, ২০২৪

প্রায় ৩ মাস যাবৎ ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগ ওঠেছে এক চেয়ারম্যানের বিরুদ্ধে।

এলাকাবাসি এমন অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামালউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। তিনি একাধারে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১১ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে পরপর টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিগত দুই টার্মে নাগরিক সেবা দিতে পারলেও শেষবার ২০২১ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এই ইউনিয়নের সাধারণ জনগণের সঙ্গে চেয়ারম্যানোর দুরত্ব বাড়তে থাকে। বর্তমানে তিনি তিনমাসের অধিক সময় ধরে আমেরিকা অবস্থান করছেন।

এদিকে ৩ মাস যাবৎ পরিষদে অনুপস্থিত থাকায় বিপাকে পড়েছেব এই এলাকার জনসাধারণ। বিভিন্ন কাজকর্মে চেয়ারম্যানকে না পেয়ে ক্ষোভের কথা জানান এলাকাবাসি। এই চেয়ারম্যান এর আগে শেষবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা( তদানীন্তন) মো. মহিনুল হাসানের নিকট একটি পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন। সেই পদত্যাগপত্রের একটি কপি এখন এই প্রতিবেদকের হাতে এসেছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ আলমগীর হোসেন চৌধুরী জানান, জামাল চেয়ারম্যান একটি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেটি আবার তিনি প্রত্যাহার করে নিয়ে যান।

আজ সরেজমিনে গিয়ে দেখা যায় চেয়ারম্যান অফিসকক্ষ খালি পড়ে আছে, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন চৌধুরী আমেরিকা চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই ইউনিয়নের ইউপি সদস্য হুমায়ুন কবির বাদল। তাকেও অনুপস্থিত পাওয়া যায়। অনার বোর্ডে দেখা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাদল ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
মুঠোফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি জানান,” আমি ঢাকায় থাকি। ঢাকা থেকে সপ্তাহে দুইদিন কার্যালয়ে যাই। তবে আমিও শারীরিকভাবে অসুস্থ। জামাল চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরবেন এ বিষয়ে আমি জানি না বলে জানান।”

দিদার ফরাজি নামের এক স্থানীয় ব্যক্তি জানান, জামাল চেয়ারম্যান প্রায় আমেরিকা চলে যান। তিনি এভাবে ঘনঘন বিদেশে যাওয়ায় আমরা সঠিক সময়ে সেবা পাই না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী আর পূর্ণ চেয়ারম্যানের মত সেবা পারেন।
এভাবে আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি চেয়ারম্যানের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির জানান, জামাল উদ্দিন চেয়ারম্যান ছুটি নিয়ে আমেরিকা গেছেন। তিনি কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন। তবে এই কর্মকর্তা চেয়ারম্যান ছুটি থাকার বিষয়ে কোনো প্রমাণাদি দেখাতে পারেন নি।

ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী আমেরিকায় বসবাসরত ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম জানান,” পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের জালালউদ্দিন চৌধুরীর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না, তবে তিনি ছুটি নিয়ে বিদেশে গেছেন।
যদি ছুটির মেয়াদ শেষ হয়ে যায় তবে তার বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে”।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT