ঢাকা (বিকাল ৪:৫০) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারো গুলি, যুবক আহত

Oplus_131072

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার সন্ধ্যা ০৬:৪৯, ১১ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণে বিজিবি-বিএসএফের বিরোধের রেশ কাটতে না কাটতেই এবার জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন বাংলাদেশী এক যুবক। শুক্রবার দিবাগত গভীর রাত ২টার সময় শনিবার (১১ ডিসেম্বর) আজমতপুর সীমান্তে এই গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া।

আহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২২)।

এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক জানান, আনুমানিক রাত ২ টার দিকে আজমতপুর সীমান্ত থেকে গুলির শব্দ পেয়েছি। সম্ভবত ৮/৯ রাইন্ড গুলি করেছে বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা। পরে সকালে জানতে পারি বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক মারাত্মক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এদিকে রামেকে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শহিদুল নামে এক যুবক হাতে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে। আপাতত সে ভালো আছে।

এ সকল বিষয়ের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া জানান, শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত গভীর রাত দুইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের ভেতর শ্মশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা অন্তত ৩ রাউন্ড গুলি ছোঁড়ে। উভয় দেশের চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে সাধারণত তখন বিএসএফ এ ধরনের গুলিবর্ষণ করে থাকে।

তিনি আরো জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে শুক্রবার দিবাগত রাতে ভারতে নিষিদ্ধ মাদক ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫/৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে গুরুতর আহত হয়ে শহিদুল এবং তার বাকি সাথীরা পালিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসে। পরে ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, ১টি টর্চ লাইট, ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করে বিজিবি’র টহল দল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT