ঢাকা (সকাল ৮:০২) বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেন থেকে ৪টি পরিত্যক্ত ককটেল উদ্ধার

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার রাত ১১:০৯, ৮ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ের একটি ড্রেন থেকে ৪টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি ড্রেন থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি। আর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। কারণ সকাল থেকেই বাইরে থাকায় এমন কোনো তথ্য নেই আমার কাছে।

 

তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন জানান, সকালে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা পানি নামার একটি ড্রেন পরিষ্কার করতে গিয়ে ককটেল সদৃশ বন্তু দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা। পরে তারাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালো কসটেপ দিয়ে মোড়ানো ককটেলগুলো উদ্ধার করে। তবে একটি সংরক্ষিত এলাকায় কোথা থেকে পরিত্যক্ত ককটেলগুলো এলো তা অবশ্যই তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT