ঢাকা (সকাল ১০:০৯) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমাজ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:২৪, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ এর সদস্যবৃন্দ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের বিপরীতে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে স্বাশিপ নেতারা মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের একটি সার্বজনীন বিজ্ঞান ভিক্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, শিক্ষা একটি মহৎ পেশা হলেও কোন সময়ই তারা সঠিক মূল্যায়ন পাননি। পদে পদে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। আর তাই দ্রুত সময়ের মধ্যে বোর্ডের যথাযথ নিয়মে এফিলিয়েশনপ্রাপ্ত স্কুল-কলেজ-মাদরাসা ও কারিগরি-এবতেদায়ী অনার্স-মাস্টার্সসহ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণ, আসন্ন ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদাণ, সরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের সমপরিমাণ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদাণ, শিক্ষা প্রশাসনসহ শিক্ষা বোর্ড থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তি বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অবিলম্বে প্রত্যাহার, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রনোদনা প্রদাণ, সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডিভাইস-খাতা-কলমসহ শিক্ষা সামগ্রী প্রদান ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে দুপুরের টিফিনের ব্যবস্থা করা সহ ৮ দফা দাবী পেশ করেন তারা।

এছাড়াও শূণ্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করার দাবি করে শিক্ষকবৃন্দ মানববন্ধনে বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দূর্দশা লাঘবে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। আর স্কুল-কলেজ-মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভূক্ত করে স্কুল পর্যায়ে নূন্যতম ডিগ্রি ও কলেজ পর্যায়ে নূন্যতম মাস্টার্স পাশ স্বচ্ছ ইমেজ সম্পন্ন ব্যক্তিদের মনোনয়ন করার দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহা. তারিক-ই-নূর জামাল, সাধারণ সম্পাদক মোহা. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক পরিষদের সহ-সভাপতি আনোয়ার জাহান, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনাইন শাহনাজ, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. মজিবুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে ৮ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT