চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে এলো বিদ্যালয়ে
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ বুধবার বিকেল ০৫:২৯, ২ মার্চ, ২০২২
২রা মার্চ বুধবার অন্যান্য স্কুলের শিশু শিক্ষার্থীদের মতো খুশির দিন ছিল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের জন্য। সকাল নয়টা বাজতে না বাজতেই বিদ্যালয়ের পোশাক পড়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মূল ফটকে এসে দাঁড়িয়ে থাকে।
এ সময় শিক্ষক ফটকের তালা খুলে দিতেই সকলে আনন্দ আর হই-হুল্লোড় করতে করতে প্রবেশ করে বিদ্যালয়ের ভেতরে। অনেকদিন পর শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের দেখা পেয়ে মেতে উঠে খোশ গল্পে। তাদের উচ্ছ্বাসে বিদ্যালয়তো বটেই শ্রেণিকক্ষগুলোও যেন ফিরে পেয়েছে প্রাণ।
পরে পাঠ গ্রহণ শেষে ছুটি পেয়ে আবারো হাতে হাত ধরে হই-হুল্লোড় করতে করতে বের হয়ে যায় তারা। দলে দলে ফিরে নিজ নিজ বাড়ির পথে। কেউ যায় রাস্তা দিয়ে। আবার কেউ যায় জমির আইল ধরে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, আজ বুধবার থেকে প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনে উপস্থিত হয়েছে ১২২ জন। যা ৬৮ দশমিক ৯৩ ভাগ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ১৭৭ জন। বিদ্যালয়ে আসতে পেরে সকলে খুব উচ্ছ্বাসিত-আনন্দিত। শ্রেণিকক্ষগুলোও অনেক দিন পর ফিরে পেয়েছে প্রাণ।
তিনি আরও জানান, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু নতুন করে আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। যা ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ছিল।
এর মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২২ ফেব্রুয়ারি খুলে দেয়া হলেও কোমলমতি শিশুদের কথা চিন্তা করে প্রাথমিকের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর তাই প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ মঙ্গলবার খোলার ঘোষণা দেয়া হলেও ওইদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পিছিায়ে আজ ২ মার্চ বুধবার খুলে দেয়া হয়।