ঢাকা (বিকাল ৪:২৯) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান Meghna News চাঁপাইনবাবগঞ্জে আবারো মারা গেছে মাদ্রাসা ছাত্র Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিএনপির সাবেক এমপির’র বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত

চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে এলো বিদ্যালয়ে

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার বিকেল ০৫:২৯, ২ মার্চ, ২০২২

২রা মার্চ বুধবার অন্যান্য স্কুলের শিশু শিক্ষার্থীদের মতো খুশির দিন ছিল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের জন্য। সকাল নয়টা বাজতে না বাজতেই বিদ্যালয়ের পোশাক পড়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মূল ফটকে এসে দাঁড়িয়ে থাকে।

এ সময় শিক্ষক ফটকের তালা খুলে দিতেই সকলে আনন্দ আর হই-হুল্লোড় করতে করতে প্রবেশ করে বিদ্যালয়ের ভেতরে। অনেকদিন পর শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের দেখা পেয়ে মেতে উঠে খোশ গল্পে। তাদের উচ্ছ্বাসে বিদ্যালয়তো বটেই শ্রেণিকক্ষগুলোও যেন ফিরে পেয়েছে প্রাণ।

পরে পাঠ গ্রহণ শেষে ছুটি পেয়ে আবারো হাতে হাত ধরে হই-হুল্লোড় করতে করতে বের হয়ে যায় তারা। দলে দলে ফিরে নিজ নিজ বাড়ির পথে। কেউ যায় রাস্তা দিয়ে। আবার কেউ যায় জমির আইল ধরে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, আজ বুধবার থেকে প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনে উপস্থিত হয়েছে ১২২ জন। যা ৬৮ দশমিক ৯৩ ভাগ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ১৭৭ জন। বিদ্যালয়ে আসতে পেরে সকলে খুব উচ্ছ্বাসিত-আনন্দিত। শ্রেণিকক্ষগুলোও অনেক দিন পর ফিরে পেয়েছে প্রাণ।

তিনি আরও জানান, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। কিন্তু নতুন করে আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। যা ২১ ফেব্রুয়ারী পর্যন্ত ছিল।

এর মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২২ ফেব্রুয়ারি খুলে দেয়া হলেও কোমলমতি শিশুদের কথা চিন্তা করে প্রাথমিকের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর তাই প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ মঙ্গলবার খোলার ঘোষণা দেয়া হলেও ওইদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পিছিায়ে আজ ২ মার্চ বুধবার খুলে দেয়া হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT