চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ১০ মাদক সেবী আটক
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার রাত ০৯:১৮, ২৪ জানুয়ারী, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এবার ১০ জন মাদক সেবীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আলীনগর এলাকার মৃত মিসিরিন ও আব্দুল গণির ছেলে নিশান আলী (২০), ১৫ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার রাহেলা ও কিনুর ছেলে মিঠু (৪০), চাঁদলাই এলাকার শিউলি বেগম ও কোরবান আলীর ছেলে শিহাব আলী (২২), সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের হলদার পাড়ার মুক্তিরানী ও কৃষ্ণ হলদারের ছেলে লক্ষণ হালদার (২৬), রামকৃষ্ণ মুল্লান গ্রামের রুবেদা বেগম ও মৃত আব্দুল লতিফের ছেলে শামসুল হক (৪০), গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকার জলি বেগম ও এরফান আলীর ছেলে সনিক (৩৯), শিবগঞ্জ উপজেলার রশিকনগর এলাকার চিকি ও বাদশা মিয়ার ছেলে সাহেব আলী (৪২), কালীনগর এলাকার মৃত আনোয়ারা বেগম ও মৃত আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪০), দেবোত্তর এলাকার সুবেকা বেগম ও এন্তাজ আলীর ছেলে সোহেল রানা (৩২) এবং সাবেক লাভাঙ্গা এলাকার জোলেয়ারা বেগম ও গোলাম রাব্বানীর ছেলে জনি (২২)।
এ বিষয়ে সোমবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের নামোরাজরামপুর গ্রামের রয়েল ব্রিক্স এর দক্ষিন পার্শ্বে ফাঁকা জায়গায় সোমবার দুপুর ১টায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় আসামীদের আটক করে।
পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণকে মাদকাসক্ত হিসাবে গণ্য করা হয়।
এ ঘটনায় নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের সোপর্দ করা হয়েছে।