ঢাকা (বিকাল ৫:২৯) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার ১

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৬:২৩, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার রাত সাড়ে ৯টায় পৌর এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘর সংলগ্ন শিল্পকলা একাডেমীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৪টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী শাহাবুল ইসলাম (৪০)কে গ্রেফতার করে র‌্যাব-৫।

গ্রেফতার শাহাবুল ইসলাম রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার হড়গ্রাম ঠাকুরমারা কলোনী এলাকার সোনাভান বিবি ও গিয়াস উদ্দিনের ছেলে। পেশায় সে একজন ট্রাক চালক।

এ বিষয়ে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার দিবাগত রাত ৯টার দিকে টোল ঘর এলাকায় এক অভিযান পরিচালনা করে। এ সময় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থেকে পণ্য বোঝাই করে ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ট্রাক চালক শাহাবুলের ট্রাকে বিভিন্ন মালামালের সাথে বিশেষ পন্থায় লুকায়িত অবস্থায় অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। সেই সাথে অস্ত্র পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী শাহাবুল দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে নিজেকে জড়িত রাখার কথা স্বীকার করেছে। সে ট্রাকে করে বিভিন্ন মালামালের সাথে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে অস্ত্রের চালান দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় বলে র‌্যাবকে জানিয়েছে।

এ ঘটনায় র‌্যাব নবাবগঞ্জ সদর মডেল থানায় আসামীকে সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT