ঢাকা (বিকাল ৪:৪৪) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার দুপুর ০৩:০৭, ১৬ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান এবং গুলি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে পরিচালিত এক অভিযানে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

 

আটক ব্যক্তি জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকার বাথানপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জালাল (৪৮)।

এ বিষয়ে বুধবার দুপুরে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়- সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সাদা পোশাকে গোয়েন্দা দলকে সাথে নিয়ে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টায় জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাকের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিটের পাশে ফটিক হোসেনের বসত বাড়ীর উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় জালালকে ১টি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড গুলি সহ হাতেনাতে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জালাল সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র আনার বিষয় স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আসামী অস্ত্র ব্যসায়ী জালালকে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT