চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় হামলার অভিযোগ
এস এম সাখাওয়াত রবিবার দুপুর ০২:৪৩, ২৪ নভেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা চলাকালীন সময়ে হামলা করে সভা পন্ড করার অভিযোগ উঠেছে জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। রোববার দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত।
তিনি বলেন, জেলা শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান ও শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে স্বচ্ছতা আনায়নে শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা পৌর এলাকার হরিপুর সাহাপাড়ার একটি গোডাউন ঘরে সাধারণ সভার আয়োজন করে। কিন্তু শ্রমিক ইউনিয়নের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে শান্তিপূর্ণ সভায় জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের নির্দেশে একদল সন্ত্রাসী সভায় অতর্কিত হামলা চালায়।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা লাঠি, চাইনিজ কুড়াল, রামদা ও ককটেলসহ বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে হামলা করতে গেলে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করে। এ সময় সন্ত্রাসীরা সভাস্থল থেকে পালিয়ে গিয়ে স্বরুপনগর বাস টার্মিনালের সামনের রাস্তায় অবস্থান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকাগামী বাস চলাচলে বাধা সৃষ্টি করে। পরে মাইকযোগে মোটর শ্রমিক ইউনিয়নের নামে মিথ্যা প্রচার প্রচারণা করে। আর তাই সংবাদ সম্মেলন থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা এমন ঘৃণীত কর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের আক্রমণাত্মক পথ পরিহারের আহŸান জানান। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ঠ উপ-কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, সানাউল্লাহ সানুসহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে সভায় হামলা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকাগামী বাস বন্ধের অভিযোগ অস্বীকার করেন জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান।