ঢাকা (রাত ১:২২) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মে দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ১১:১২, ১ মে, ২০২২

“শ্রমিক মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা” শ্লোগাণে মহান মে দিবস উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষে রবিবার জেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওঁরাও, সদর উপজেলা নির্বাহি অফিসার ইফফাত জাহান, তথ্য অফিসার মো. ওয়াহিদণজ্জামান সহ জেলা প্রশাসনের অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, জেলা হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ উপস্থিত ছিলেন।

এ সময় নিজস্ব ব্যানারে র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা ট্রাক-ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা ফার্ণিচার শ্রমিক কল্যাণ ইউনিয়ন এবং জেলা হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

র‌্যালি শেষে শ্রমিকদের বিভিন্ন অধিকার বাস্তবায়নের দাবি জানান শ্রমিক ইউনিয়নের নেতারা।

এদিকে দিবসটি পালনে র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

সকাল ৯টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিতে অংশগ্রহণকারীরা নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে অবস্থিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

এ সময় সেখানে বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিতু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, আশরাফ হোসেন পাখি, আলমগীর হোসেন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT