ঢাকা (সকাল ৭:৫২) মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদক হয়রানীর প্রতিবাদে বিজিবির সংবাদ সম্মেলন

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার রাত ১১:৫৮, ২৫ ডিসেম্বর, ২০২৪

বিজিবিতে কর্মরত এক সদস্য ও তার শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ নিয়ে বুধবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামের ৫নং ওয়ার্ডে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার।

 

এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের স্ত্রী রহিমা ইয়াসমিন অভিযোগ করে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে সুনামের সাথে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবিতে কর্মরত আছেন। আর আমার শশুর গ্রাম্য ডাক্তার আলহাজ্ব মো. মেরাজুল ইসলাম মাস্টার স্কুল শিক্ষক হওয়ায় পারিবারিকভাবেও সুনাম রয়েছে। পাশাপাশি সুমনের অন্য ভাইয়েরাও সুনামের সাথে প্রতিষ্ঠিত ও যে যার পেশায় নিয়োজিত রয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের পরিবারকে ঘিরে শুরু হয়েছে নানারকম ষড়যন্ত্র।

 

তিনি আরও বলেন, আমার ছোট বোনের স্বামী ৪-৫টি মাদক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকার মিজানুর রহমান মিজানের সাথে তার মাদক ব্যবসার স্বার্থে বাসার পাশর্^বর্তী রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে একটি বিভেদ চলে আসছে। এরই জের ধরে মিজান কিছু অসাধু ব্যক্তিকে দিয়ে আমার স্বামী সুমনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য প্রচার করেছে।

 

রহিমা ইয়াসমিন বলেন, গত কয়েকদিন আগে “মাদক ব্যবসায়ীর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপহার গ্রহণের ছবি ভাইরাল” শীর্ষক একটি সংবাদ প্রকাশ হলে সেই ছবি আমার স্বামী সরবরাহ করেছে এমন সন্দেহ পোষনের জের ধরে গত পরশু সোমবার (২৩ ডিসেম্বর) রাতে কিছু অসাধু ভুয়া সাংবাদিক আমার বাড়িতে পাঠিয়ে হয়রানী শুরু করে। পরে ওই সাংবাদিকের ফেসবুক পেজে আমার স্বামী ও পরিবারকে নিয়ে নানারকম মাদক সংশ্লিষ্টতার মিথ্যা বানোয়াট অভিযোগ তোলা হয়। যা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রনোদিত। অথচ আমার পরিবার বা স্বামী এ সকল বিষয়ে কিছুই জানেনা।

 

এ বিষয়ে বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমন বলেন, আমি ও আমার পরিবার চ্যালেঞ্জ করে বলতে পারি মাদকের কোন কর্মকান্ডে আমাদের সংশ্লিষ্টতা নেই। পারিবারিকভাবে সুনাম ক্ষুন্ন করতে ও মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজান তার অপকর্ম ঢাকতে এসব করেছে। আর তাই এ বিষয়ে তদন্ত করে সত্য উদঘাটনে আইন শৃংখলা ও গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ জানান সুমন।

 

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মেরাজুল ইসলাম মাস্টার বলেন, পারিবারিক বিরোধের জের ধরে আমাদেরকে ভুয়া সাংবাদিক, ভুয়া সিআইডি দিয়ে নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে মাদক ব্যবসায়ী মিজান। আমাদের পুরো পরিবার এনিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আর তাই এমন মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাদক ব্যবসায়ী মিজানকে দ্রæত আইনের আওতায় আনার জোড় দাবী জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমন, তার স্ত্রী রহিমা ইয়াসমিন, বাবা আলহাজ্ব মো. মেরাজুল ইসলাম মাস্টার, ভাই আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম খোকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

এ নিয়ে বক্তব্য নিতে একাধিক মাদক মামলার আসামী মিজানুর রহমান মিজানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বক্তব্য নিতে তার ব্যবসায় প্রতিষ্ঠান ও বাসায় গেলেও তাকে পাওয়া যায়নি।

 

তবে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষেন্ত্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT