চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সহকারী হাইকমিশনারের সীমান্ত হাটের জায়গা পরিদর্শন
এস এম সাখাওয়াত জামিল দোলন বুধবার সকাল ১১:১৯, ২ আগস্ট, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ও ভারতের সীমান্ত হাটের জায়গা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই-কমিশনার। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রাম সংলগ্ন বাংলাদেশ ও ভারত সীমান্তের ১৯৯/৩-এস পিলারের কাছে এই হাট বসানোর জায়গা পরিদর্শন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাই-কমিশনার মনোজ কুমার।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ ভারতের আত্মার বন্ধু। আমরা সব সময় বাংলাদেশের পাশে ছিলাম আছি এবং থাকবো। আর তাই সীমান্তে বসবাসকারী অস্বচ্ছল পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার নিমিত্তে ভারত দুই দেশের সীমান্তবর্তী এলাকায় একটি হাট বসাতে চাই। সে লক্ষ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা সীমান্ত পরিদর্শণ করা হলো বলে জানান সহকারী হাই-কমিশনার।
সীমান্ত এলাকা পরিদর্শণকালে ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, ভারতের কৃষ্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি নিগেল, বিজিবি’র চাঁনশিকারি কোম্পানী কমান্ডার সুবেদার মুখলেস, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ, সহ-সভাপতি মো. আফরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, যুবলীগ সভাপতি মো. রেজাউল করিম বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।