ঢাকা (বিকাল ৪:৪৮) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জেলায় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৩:৫১, ১৬ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধার সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ গতকাল রোববার দিনব্যাপি নানা কর্মসূচী গ্রহন করে।

এদিন সকাল সাড়ে ৮টায় পৌর এলাকার ২ নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সাংসদ মুহা. জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, এরফান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. এরফান আলী, ডা. গোলাম রাব্বানী, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম, গ্রামীন ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোখলেসুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে ফেরদৌসী ইসলাম জেসী এমপি ও তার ভাই মেসবাহুল সাকের জ্যোতি, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো. সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগ সভাপতি আসাফুদ্দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম রানা, বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এএইচএম ফায়জার রহমান কনক, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জিয়াউর রহমান আরমান, আরিফুর রেজা ইমন, অধ্যক্ষ আতিকুল ইসলাম, এ্যাড. আব্দুস সামাদ বকুল, মোসফিকুর রহমান টিটু, মিনার আহমেদসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবীলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় কার্যালয়ে ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোরআন তেলাওয়াত খতম করা হয়। এছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডে বৃক্ষ রোপণ ও কোরআন খতমের ব্যবস্থা করা ছাড়াও অসহায় গরীব মানুষকে খাবার বিতরণ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT