চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক
এস এম সাখাওয়াত বুধবার সন্ধ্যা ০৬:১৮, ১৩ নভেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা পড়–য়া এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর এলাকার বিদিরপুরে এই দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। ঘটনাটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নিহত শিশু শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ড বিদিরপুর মিল্কি গ্রামের উজ্জল আলীর ছেলে শিশু পুত্র আব্দুলাহ আল ওসমান (১১)। সে বিদিরপুর আলোর দিশারী মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ওসমান বাই-সাইকেলে করে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় বিদিরপুর আঞ্চলিক সড়কে বালু বোঝাই একটি ট্রাক্টর বাই-সাইকেল আরোহী শিশু ওসমানকে পেছন থেকে ধাক্কা দিলে বাই-সাইকেলসহ ওসমান রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশে খবর দিলে তারা ট্রাক্টরের চালককে আটক করে।
এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ওসমান বাই-সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় বিদিরপুর এলাকায় একই দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের কবিরের ছেলে ট্রাক্টর চালক রনি ইসলামকে ট্রাক্ট্ররসহ আটক করা হয়েছে।