ঢাকা (সন্ধ্যা ৬:২৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন পালন করলো স্বেচ্ছাসেবক লীগ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ০২:২৭, ১১ জানুয়ারী, ২০২২

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সাংসদ মো. জিয়াউর রহমান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জ্বোহার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরিফুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. দুররুল হুদা, জেলা ছাত্র লীগের সভাপতি মো. নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আইনজীবী ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক সান্তনা হক সান্তা, বোয়ালিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শ্যামল প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ প্রচার প্রকাশনা সম্পাদক আয়াত নুর, জেলা কৃষক লীগের সভাপতি আইনজীবী আব্দুস সামাদ বকুল, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য, জাতীয় চারনেতা এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT