ঢাকা (বিকাল ৪:৫৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৭:২৭, ৬ মার্চ, ২০২২

“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় পাট দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবীদ অজিত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ ওঁরাও।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবীদ মো. রোকনুজ্জামান রোকন, চেম্বার অব কমার্সের পরিচালক মো. শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয় সম্পদ হচ্ছে পাট। পাটের আঁশ যেমন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, ঠিক তেমনি পাট কাঠি জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। আর তাই পাট চাষে চাষীদের উদ্বুদ্ধ করার কথা জানানো হয় আলোচনা সভায়। এছাড়া পরিবেশ বান্ধব পাটের বস্তা এবং পাট জাতীয় পণ্য ব্যবহার করে দেশকে সমৃদ্ধ করার আহবান জানান পাট দিবসের আলোচনায় বক্তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT