চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান মাদক উদ্ধার
এস এম সাখাওয়াত বুধবার দুপুর ০৩:২৫, ২৮ আগস্ট, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে পৌর এলাকার উদয়ন মোড়ে অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করে র্যাব-৫।
এ বিষয়ে বুধবার (২৮ আগস্ট) দুপুরে র্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের উদয়ন মোড়ে আলাউদ্দিন হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের সাথে থাকা মাদক ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় নজরদারী বৃদ্ধি করে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ফেনসিডিল এবং ১ হাজার ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদক সমূহ নবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।