চাঁপাইনবাবগঞ্জে ইসকনকে প্রতিহত করার ঘোষণা হেফাজতে ইসলামের
এস এম সাখাওয়াত শুক্রবার রাত ১১:২৬, ২৯ নভেম্বর, ২০২৪
সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ইসকনের হামলায় নিহত চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জুম্মার নামাজের পরপরই পৌর এলাকার শান্তিমোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ইসকনের সকল সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বলেন, ভারতের চক্রান্তে বাংলাদেশকে অস্থিতিশীল করে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করতেই গভীর ষড়যন্ত্র শুরু করেছে সন্ত্রাসী সংগঠন ইসকন। কারণ ভারত তাদের দোসরদের আবারও দেশে ফিরিয়ে আনতে চাই। এরই ধারাবাহিকতায় হত্যাকান্ডের মতো ঘটনা ঘটিয়েছে তারা। যেখানে চীন, রাশিয়া, সিঙ্গাপুরের মতো বড়বড় দেশ ইতোমধ্যেই ইসকনকে নিষিদ্ধ করেছে সেখানে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে কেন সময় পার করা হচ্ছে তা জনগন জানতে চাই। আর তাই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হেফাজতে ইসলাম জোড় আবেদন জানায় সমাবেশ থেকে। আর দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা।
এদিকে একই সময় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা পর্যন্ত অন্তর্র্বতীকালীন সরকার রাখার দাবীতে শান্তিকামী জনতার ব্যানারে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে জুম্মার নামাজের পরপরই শহরের পৌর পার্ক থেকে একটি বিশাল র্যালি বের করেন ইসলাম প্রিয় শান্তিকামী জনতা। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে যে ধর্মের লোকসংখ্যা বেশি হবে তারা সরকার গঠন করবে। সংখ্যালঘুরা সরকারের জিম্মায় স্বাধীনভাবে ধর্ম-কর্ম পালন করবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। যে নির্বাচন মুসলিম ও অমুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করবে সে নির্বাচন চাই না ইসলামী খেলাফত। কিন্তু জঙ্গী সংগঠন ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাই। যা কোনমতেই কাম্য নয়। আর তাই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অন্তর্র্বর্তীকালীন সরকার থাকার দাবী করেন তারা।
সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে আজাইপুর আরামবাগ জামিউল ওলুম মাদ্রাসার সহ-সুপার রেজাউল করিম বিন আব্দুল খলেক, হাদিসের শিক্ষার্থী আব্দুল জলিলসহ শান্তিকামী জনসাধারণ উপস্থিত ছিলেন।