চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার সন্ধ্যা ০৬:৫৩, ১৩ সেপ্টেম্বর, ২০২২
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য; আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন; জাতীর জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে জেলা পরিষদের সকল অনিয়ম বন্ধ করা হবে। চেয়ারম্যান ও জেলা পরিষদ হবে জনগণের। এ সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
সমাবেশে অপর বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ বিশ্বাস বলেন, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হবার জন্য আরো কয়েকজন নেতা চেষ্টা করেছেন। তাদেরকে অনেক নেতা-কর্মী সমর্থনও দিয়েছেন। কিন্তু দল সর্বোপরি জনগনের নেত্রী বাংলাদেশের উন্নয়নের রুপকার বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা; সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবার পর সংগঠনের সকলের চেয়ারম্যান প্রার্থী এখন একজনই। আর তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। কাজেই সকলকে তাকেই সমর্থন করতে হবে। তার পক্ষে কাজ করতে হবে। তাকে নির্বাচিত করতে হবে।
সমাবশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন-শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল জলিল প্রমুখ।
পরে সদ্য প্রয়াত আওয়ামীলীগের বর্ষীয়ান নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে অনুষ্ঠান সীমিত করা হয় ও তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠান শেষে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে দোয়া করেন ড. এমরান হোসেন।