চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারের সৌজন্যে সাক্ষাৎ
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ রবিবার সন্ধ্যা ০৭:৪৫, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
দেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের নিজস্ব ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ড. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাজু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আমিনুল ইসলাম সেন্টুসহ আমদানি রপ্তানি গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সৌজন্য সাক্ষাৎকালে প্রধান অতিথি বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশি বন্ধু রাষ্ট্র। দুই দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক যেমন সুদৃঢ় আছে তেমন কূটনৈতিক সম্পর্কও আরও জোরদার করা হবে। আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথভাবে ব্যবসা বানিজ্যের মান আরও সুদৃঢ় করা হবে বলেও জানান তিনি। আর ব্যবসা বানিজ্যর প্রসার হলে বাংলাদেশ-ভারতের অকৃত্রিম বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন হবে। কেননা ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক। এ সময় বাংলাদেশকে সব সময় পাশে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে প্রধান বক্তার বক্তব্যে ড. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে ব্যবসায়ীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আর তাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে ভারতের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন তিনি।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাজু স্থলবন্দরে আমদানি রপ্তানির ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আমিনুল ইসলাম সেন্টু জানান, আমাদের ভারতীয় হাইকমিশনারের সাথে ব্যবসা বানিজ্য সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আমদানি রফতানির বিষয় নিয়ে ১২টি প্রস্তাবনা দিয়েছি। প্রস্তাবনার বিষয়ে আলোচনার মাধ্যমে ব্যবসা বানিজ্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার।
পরে আলোচনা শেষে ভারতীয় হাইকমিশনার ও সহকারী হাইকমিশনার সন্মাননা ক্রেষ্ট তুলে দেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাজুর হাতে।