চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে ৪ বাংলাদেশী আটক
এস এম সাখাওয়াত বৃহস্পতিবার রাত ১১:৫৮, ৫ ডিসেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বাংলাদেশী চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এক অভিযানে তাদের আটক করে ৫৩ বিজিবি। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক চোরাকারবারীরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার সাহাপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সুজন শেখ (২৭), রাণীনগর হাটপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে এম (২৬), একই এলাকার পারুল আলীর ছেলে সুমন (৩০) এবং ফজলুর ছেলে নূহ নবী (৩৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, ভারত থেকে বাংলাদেশে চোরাকারবারীদের প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার সীমান্ত পিলার ১৩/১-এস এর নিকট দুপুর সোয়া ১২টায় অভিযান পরিচালনা করে। এ সময় একই সীমান্ত দিয়ে গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করা সুজন, সুমন, এম ও নূহ পূনরায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয় বিজিবি।
পরে আটক অনুপ্রবেশকারীদের শিবগঞ্জ থানায় আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।