চট্টগ্রাম ফেরত ৩৬ নির্মাণ শ্রমিক সাঘাটায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
মেঘনা নিউজ ডেস্ক মঙ্গলবার রাত ০৮:৪১, ১৪ এপ্রিল, ২০২০
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্রে চট্টগ্রামের একটি কোম্পানি থেকে ফেরত ৩৬ জন নির্মাণ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালমারি উপজেলা থেকে উক্ত ৩৬ জন নির্মাণ শ্রমিকগণ হানিফ এন্টারপ্রাইজ নামের একটি বাসে করে তাদের নিজ বাড়িতে ফিরছিলো। বাসটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আটক করে সাঘাটা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে সাঘাটা থানা পুলিশ বাসটি নিয়ন্ত্রণে নেয়। পরে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, ওসি বেলাল হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমন্বয়ে শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর কোয়ারেন্টাইন বিষয়ে জানান, এ উপজেলায় বাহির থেকে যারা আসবে তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এজন্য উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তত রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শ্রমিকদের মধ্যে সাঘাটা উপজেলার ২৭ জন, গাইবান্ধা সদর উপজেলার ৭ জন ও গোবিন্দগঞ্জ উপজেলার ২ জন রয়েছে।
এদিকে ওই বাসটি চট্টগ্রাম থেকে কিভাবে গাইবান্ধায় আসলো তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।