ঢাকা (রাত ১:৪৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে গৌরীপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

ওবায়দুর রহমান,গৌরীপুর(ময়মনসিংহ) ওবায়দুর রহমান,গৌরীপুর(ময়মনসিংহ) Clock রবিবার রাত ০৮:৫৩, ৬ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলী’র ওপর দুর্বৃত্তদের নৃশংস হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানরা মানববন্ধন করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, তোফাজ্জল হোসেন, আবুল কালাম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, শহীদ পরিবারের সন্তান ম. নরুল ইসলাম, গৌরীপুর গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।

এতে অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা প্রদীপ সরকার, আব্দুল কদ্দুছ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, শেখ মোঃ বিপ্লব, রাকিবুল ইসলাম, বোরহান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা উজ্জল চন্দ্র, বিল্লাল হোসেন, দুলাল মিয়া, চায়না রানী সরকার, মুজিবুর রহমান, জিলানী, রুবেল প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT