ঢাকা (সকাল ১০:১৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গ্রাম পুলিশের বসত-ভিটা দখলের চেষ্টা

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock সোমবার রাত ১০:৫৭, ১৮ জানুয়ারী, ২০২১

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির গ্রাম পুলিশ আলমগীর হোসেনের বসত ভিটায় হামলা ও ভাঙচুর করে জায়গা দখলের চেষ্টার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার কাল্লাগাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। রবিবার দুপুরে ওই গ্রাম পুলিশ অভিযোগের বিষয়টি সাংবাদিকদের জানান।

অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার কাল্লাগাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে গ্রাম পুলিশ আলমগীরের বসত ভিটায় শনিবার দুপুর ২টায় অনাধীকার প্রবেশ করে টিনের বেড়া ভেঙে জায়গা দখলের চেষ্টা করেন একই গ্রামের প্রতিপক্ষ মোতালেব, হাসান ও নাজমুলসহ বেশ কয়েকজন। এসময় তারা বাঁধা দিলে আলমগীরের বাবা, স্ত্রী ও মেয়েকে মারপিট করে আহত ও শীলতাহানী করেন। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জায়গা জমি নিয়ে আগে থেকেই দু’পক্ষের মামলা চলছিলো। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT