ঢাকা (ভোর ৫:৫৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গ্রামের মানুষকে কর্মসংস্থানের জন্য শহরে যেতে হবে না -রিপন এমপি

গ্রামের মানুষকে কর্মসংস্থানের জন্য শহরে যেতে হবে না -রিপন এমপি

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock রবিবার সকাল ০৯:৩১, ১০ সেপ্টেম্বর, ২০২৩

সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গ্রামের মানুষকে কর্মসংস্থানের জন্য শহরে যেতে হবে না। গতকাল শনিবার কচুয়া ইউনিয়নের- ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ওসমানের পাড়া গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে জনগণের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন. প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য,বাসস্থান,সামাজিক নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কলকারখানা শুধু ঢাকায় নয় সাঘাটা-ফুলছড়িতেও কলকারখানা গড়ে উঠবে। কর্মসংস্থানের জন্য আর শহরে যেতে হবে না।
এই গ্রাম গুলোই যাতে শহরে রূপান্তরিত করা যায় সেই পরিকল্পনা নিয়েই কাজ করছি। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আবার নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহব্বান জানন সংসদ সদস্য রিপন ।
উপজেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আ.লীগের সহ-সভাপতি আনোয়রুর ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ।এ্যাড. এস এম সামশীল আরেফিন টিটু , সাধারণ সম্পাদক নাছিরুল আরম স্বপন, আওয়ামী লীগ নেতা মোকছেদুল হাসান সাজু প্রমুখ।
সংসদ সদস্য রিপন এর আগে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আকন্দ পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং আগামীতে তাঁর উন্নয়ন ভাবনার কথা তুলে ধরে নৌকায় ভোট চান।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT