ঢাকা (রাত ৪:৫৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

গৌরীপুর সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার সকাল ১১:০৪, ১৩ মার্চ, ২০২৩

“এসো ভাঙনকে ভাঙি, সৃষ্টিকে গড়ি-সুন্দরের কানে কানে বলি এ দ্রোহ আমার, এ ক্যাম্পাস আমার’-এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ শাখার ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজের সমাজকর্ম মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অর্পিতা কবীর এ্যানিকে সভাপতি ও সানজিদা আক্তার ফাতেমাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন কলেজ শাখার সহ-সভাপতি মোজাম্মেল হোসেন। কাউন্সিলে অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সংসদের সহ-সভাপতি এনামুল হাসান অনয়, সাংগঠনিক সম্পাদক শিপন হৃদয়, উপজেলা শাখার সভাপতি আলী হোসেন।
কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে অর্পিতা কবীর এ্যানিকে সভাপতি, সানজিদা আক্তার ফাতেমাকে সাধারণ সম্পাদক ও আকলিমা আক্তার তানজিনাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শুভ সরকার, সহ-সাধারণ সম্পাদক প্রিতম দেবনাথ, কোষাধ্যক্ষ রাহাত হাসান, দপ্তর সম্পাদক স্বর্না সরকার, সাংস্কৃতিক সম্পাদক লাবিবা ইসলাম রুদিতা, সদস্য মোজাম্মেল হোসেন খান, আইমান আকাশ, রুহুল আমিন, রাকিব হাসান সাগর, মোঃ আরাদ হোসেন। দুইজনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।

গৌরীপুর সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা সংসদের সহ-সভাপতি ও উপজেলা কমিটির সাবেক সভাপতি এনামুল হক অনয়।
পরে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিলটন ভট্টাচার্য্য ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT