ঢাকা (দুপুর ১২:৪০) মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের বিজয় দিবস উদযাপন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার বিকেল ০৫:২৬, ১৬ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় শোভাযাত্রা, বিজয় ’৭১ প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি।

বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তানজিন চৌধুরী লিলি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বেশ ঘটনাবহুল। দীর্ঘ সংগ্রাম শেষে ও অনেক রক্তের বিনিময়ে মুক্তিকামী বাঙালি জাতি তার কাক্সিক্ষত স্বাধীনতা অর্জন করেছেন। এই অর্জনের পেছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি এ জাতি চিরকৃতজ্ঞ। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ যুগ যুগ ধরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ রাখবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রভাষক সেলিম আল রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মো: ফারুখ হায়দার হোসেন, সহকারী অধ্যাপক মো. রেজওয়ান হোসেন, সহকারী অধ্যাপক নূরঝুমা, প্রভাষক আনোয়ার হোসেন, সৌমিত্র চন্দ্র দাস, ইয়াছির আরাফাত, শামীমা আক্তর, শারমিন সুলতানা, আব্দুল আলিম খান, মোহাম্মদ শাহজাহান সিরাজ, রাইসুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, কলেজ স্টাফ মাসুদ রানা, শিক্ষার্থী সুরাইয়া হক অন্তর, তায়্যেবা জামান রায়না, আফসারা নাজিয়া তৃণা, মীম, নূরে তাবাসুম মায়ষী, রাজিয়া আক্তার চম্পা প্রমুখ।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীতের পরিবেশনের মাধ্যমে কলেজে লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT