ঢাকা (রাত ৯:০৫) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুর পৌরসভায় ৫৫ কোটি টাকা বাজেট ঘোষণা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার সন্ধ্যা ০৬:৫৮, ২৭ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ৫৪ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৭শ ৪৮ টাকা ৩৫ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৩ টায় গৌরীপুর পৌরসভার সম্মেলন কক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এ অর্থ বছরের বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি।

বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৫৪ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৫শ টাকা। বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৩৬ লাখ ৫০ হাজার ২শ ৪৮ টাকা ৩৫ পয়সা। সংবাদ সম্মেলনে বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন প্রধান প্রকৌশলী ও পৌর সচিব (অতিরিক্ত দায়িত্ব) মদন মোহন দাস।

বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ. এম খায়রুল বাসার, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ শামীম খান সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-৩ রোজিনা চৌধুরী মিতু, কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ মাসুদ মিয়া রতন, মোঃ জিয়াউর রহমান, মোঃ এমরান, আরিফুল ইসলাম ভুইয়া এনাম, ছালেহা আক্তার, সাংবাদিক আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, শাহজাহান কবির, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান বোরহান ও সেলিম আল রাজ প্রমুখ।

সংবাদ সম্মেলন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এ সময় পৌর মেয়র পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা তুলে ধরে বলেন, আপনাদের সহযোগিতা পেলে পৌরসভায় বাজেট মোতাবেক শতভাগ উন্নয়ন করতে পারবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT