ঢাকা (রাত ১২:৩৪) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ১১:১৫, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৩০০ ভোটারের মধ্যে ৬৭৫জন ভোটার প্রবল বৃষ্টি উপেক্ষা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের অভিভাবক সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

ভোটগ্রহণশেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত চারজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী প্রার্থীরা হলেন মুহাম্মদ সাইফুল ইসলাম (৫৪১ ভোট), মো. আব্দুল মুন্নাফ (৫১০ ভোট), ফারুক আহাম্মদ (৫০২ ভোট) ও মোঃ আব্দুস সাত্তার (৪৭১ভোট)।

শনিবার সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার আশরাফুল আলম এই ফলাফল ঘোষণা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT