ঢাকা (সকাল ১০:৪১) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ৬টি ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা!

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock মঙ্গলবার রাত ১১:১৩, ১৪ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে ছয়টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (১৪জানুয়ারি) পরিচালিত অভিযানের ভ্রাম্যমাণ আদালত ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহের পরিদর্শক মো. রুকন মিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫(২) ভঙ্গের অপরাধে ১৫(১) ধারায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের এসএম ব্রিকসকে ২ লাখ টাকা, ভূঞা ব্রিক্সকে ২ লাখ টাকা, শামছু ব্রিক্সকে ৩ লাখ টাকা, এন.জি.এম ব্রিক্সকে ৩ লাখ টাকা, চাচা-ভাতিজা ব্রিক্সকে ৩লাখ টাকা, একতা ব্রিক্সকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে গৌরীপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT