ঢাকা (সকাল ৮:৩৩) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আহত 

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ১০:৩৩, ৩০ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে স্থানীয় তিন মোটর সাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে গৌরীপুরশাহগঞ্জ সড়কে অচিন্তপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার অচিন্তপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ছেলে আকাশ (২৪), কালিজুরী গ্রামের রনি (২৪) মোশারফ (১৯) গুরুতর আহত মোশারফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত অন্য দুই যুবক গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

অচিন্তপুর গ্রামের আশরাফুল ইসলাম স্বপন জানান, ঘটনার সময় উল্লেখিত তিন যুবক মোটর সাইকেল যোগে গৌরীপুর শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় রাস্তায় এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাদের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল আরোহী তিন যুবক গুরুতর আহত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT