ঢাকা (রাত ৯:০৪) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শনিবার রাত ০২:০৫, ২৬ জুন, ২০২১

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাঁও রামগোপালপুর এলাকায় শুক্রবার সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাঁও রামগোপালপুর এলকায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার ৩ যাত্রী ও দাঁড়িয়ে থাকা অপর একজন আহত হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজন মারা যায়।

নিহত ব্যক্তির নাম স্বপন মিয়া (২৫)। সে ভাংনামারী ইউনিয়নের নাপ্তের আলগী গ্রামের মৃত হাসেম আলীর ছেলে। আহতরা হলেন চম্পা (১৮), সুইটি (১৬), ও আরেক পথচারী।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, জুম্মার নামাজের সময় রাস্তা ফাঁকা থাকায় দূর্ঘটনার পর ট্রাক চলে গেছে। গাড়ী বা কাউকে আটক করা সম্ভব হয়নি। কোন অভিযোগও পাওয়া যায় নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT