ঢাকা (রাত ৩:২৫) মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরের মিঠু হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি পরিবারের Meghna News সিলেট কোতোয়ালী থানার সাবেক ওসি গ্রেফতার Meghna News সিলেট বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি ও মোটরযান পরিদর্শক এখনও বহাল তবিয়তে Meghna News ধর্মপাশায় দুইজন দরিদ্র রোগীকে নগদ অর্থ সহায়তা প্রাদন অনুষ্ঠান Meghna News বাদাম বিক্রেতা থেকে এলজিইডি’র ঠিকাদার মাফিয়া মান্নান! Meghna News সিলেটে তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস Meghna News সাঘাটায় নতুন প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত Meghna News ৫০ মাসের বকেয়া বেতন প্রদাণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন Meghna News আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের মেডিক্যাল টিম Meghna News ময়মনসিংহে সিপিবি’র সমাবেশ ও লাল পতাকার মিছিল

গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের কম্বল বিতরণ

বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের কম্বল বিতরণ
বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের কম্বল বিতরণ

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বৃহস্পতিবার বিকেল ০৪:০৪, ৫ জানুয়ারী, ২০২৩

তরুণরা যখন বিপথগামি হচ্ছে তখন ময়মনসিংহের গৌরীপুরের একদল তরুণ শিক্ষার্থীদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘ’ মানবিক সেবায় নিয়োজিত। তাদের সহযোগিতায় স্থানীয় অসহায়, দরিদ্র ও দু:স্থ জনগণ পাচ্ছেন বিভিন্ন সময় মানবিক সহায়তা ।

উপজেলার মাওহা ইউনিয়নের ‘বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘ’র তরুণ শিক্ষার্থীদের উদ্যেগে অন্যের জমিতে ধান কেটে অর্জিত পারিশ্রমিক দিয়ে এলকার শতাধিক অসহায়, দরিদ্র ও দু:স্থ নারী-পুরুষদের মাঝে এসব কম্বল বিতরণ করে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাওহা উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

জানা গেছে, সংগঠনটি এ নিয়ে এগার বারের মতো কম্বল বিতরণ করেছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সংগঠনের শুরু থেকেই বিভিন্ন সময় এলাকার দু:স্থ, অসহায়, দরিদ্রদের কম্বল বিতরণ, ঈদ সামগ্রী প্রদান, বৃক্ষরোপন, রাস্তাঘাট সংস্কার, ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন মানুষের ক্ষেতের ধান রোপন ও কেটে অর্থ সংগ্রহ করে থাকেন।
বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের সভাপতি শাহীন আলম বলেন, কনকনে শীতে দরিদ্র মানুষজন অনেক কষ্ট করেন। পড়াশুনার পাশাপাশি নিজেদের শ্রমে ধান কাটার অর্থ দিয়ে দরিদ্র মানুষদের কিছুটা কষ্ট লাঘব করতে কম্বল বিতরণ করছি।

বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের কম্বল বিতরণ

বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের কম্বল বিতরণ

সংগঠনের উপদেষ্টা আজহারুল করিম বলেন, আমরা সংগঠনের শুরু থেকেই এলাকার মানুষদের ধান রোপন ও ধান কর্তন করে অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আমরা নিজেদের উপার্জিত পারিশ্রমিক দিয়ে এ পর্যন্ত এগারোবার কম্বল বিতরণ করেছি।
মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক তরুণদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতায় তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। তারা অন্যের জমির ধান কাটার উপার্জিত অর্থ দিয়ে এসব দরিদ্র মানুষদের কম্বল দিচ্ছে, যা মাওহার সুনাম বাড়িয়েছে।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনোয়ার কাদির আনু, নারী ইউপি সদস্য সালমা আক্তার শিপা, মাওহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাজাহান ফকির খোকন, মাওহা বাজার কমিটির সভাপতি মোঃ কাঞ্চন ফকির, সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক লিমন, সদস্য সাগর, মেহেদী মনোয়ার প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT