ঢাকা (সকাল ৮:২৬) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে স্বল্পমূল্যে ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ০৮:১২, ২৬ জুলাই, ২০২১

করোনা পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় খোলা বাজারে শুরু হয়েছে সরকারের স্বল্প মুল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচী। খাদ্য অধিদপ্তরের আওতায় রবিবার (২৫ জুলাই) গৌরীপুর পৌর শহরে ৫টি পয়েন্টে ডিলারের মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান, শুক্রবার ব্যতিত সপ্তাহে ৬ দিন স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অনুমোদিত ডিলারের কাছ থেকে প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজিতে ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে উপকারভোগীকে ভোটার আইডিকার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। আগামী ৭ আগষ্ট পর্যন্ত চলবে এ কর্মসূচী।

গৌরীপুর পৌরসভায় বিক্রয় কেন্দ্র গুলো হচ্ছে- শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর সরকারি সরকারি কলেজ, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, জাগরনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ আবু সাঈদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT