ঢাকা (সকাল ১১:১৯) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

গৌরীপুরে স্বল্পমূল্যে ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু



করোনা পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় খোলা বাজারে শুরু হয়েছে সরকারের স্বল্প মুল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচী। খাদ্য অধিদপ্তরের আওতায় রবিবার (২৫ জুলাই) গৌরীপুর পৌর শহরে ৫টি পয়েন্টে ডিলারের মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান, শুক্রবার ব্যতিত সপ্তাহে ৬ দিন স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অনুমোদিত ডিলারের কাছ থেকে প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজিতে ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে উপকারভোগীকে ভোটার আইডিকার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। আগামী ৭ আগষ্ট পর্যন্ত চলবে এ কর্মসূচী।

গৌরীপুর পৌরসভায় বিক্রয় কেন্দ্র গুলো হচ্ছে- শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর সরকারি সরকারি কলেজ, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, জাগরনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ আবু সাঈদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT