ঢাকা (সন্ধ্যা ৬:৩০) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সোহাগ হত্যার প্রধান আসামীসহ ৪আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার সন্ধ্যা ০৭:০২, ২০ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদল নেতা সোহাগ চৌধুরী (২৮) হত্যা মামলার এফআইআরভূক্ত প্রধান আসামীসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর সহায়তায় শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সোহাগ চৌধুরী হত্যা মামলায় এফআইআরভূক্ত ১নং আসামী মোঃ মেহেদী হাসান (২৪), ২নং আসামী এহসানুল হক মিলন (২২), উভয় পিতা- মোঃ জয়নুদ্দিন ওরফে টিক্কা, উভয় সাং-কদিম ডৌহাখলা, ১৩নং আসামী মামুন (২২), পিতা-কোরশেদ আলী, সাং-রাজিবপুর, সর্বথানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ দল গোপন সংবাদের ভিত্তিতে অপর এক অভিযানে র‌্যাব-৭, সিপিএসসি, পতেঙ্গা চট্টগ্রাম এর সহায়তায় সিএমপি চট্টগ্রামের পাচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে একই হত্যা মামলায় এফআইআরভুক্ত ৪নং আসামী মোঃ রাকিবুল ইসলাম (৪৫), পিতা-মৃত মনির উদ্দিন, সাং-কদিম ডৌহাখলা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের মিডিয়া অফিসার নাজমুল ইসলাম জানান, পূর্ব শক্রতার জেরে গত ২৭ নভেম্বর বিকালে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মোড়ে রাস্তায় ছাত্রদল নেতা সোহাগ চৌধুরীকে বিবাদীগণ পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কোপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তাঁর পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় গত ০৫ ডিসেম্বর রাতে সোহাগ চৌধুরী মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT