ঢাকা (সকাল ১০:০২) শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

গৌরীপুরে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গৌরীপুরে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত



ময়মনসিংহের গৌরীপুরে ভোটাধিকার প্রতিষ্ঠা, খাদ্য পণ্য, বিদ্যুৎ, গ্যাসের দাম কমানো, রেশনিং চালু, দুর্নীতি ও লুটপাট বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গৌরীপুর উপজেলা কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কমরেড আব্দুল লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সদস্য কমরেড সুশান্ত দেবনাথ খোকন, উপজেলা কমিটির সদস্য কমরেড মুজিবুর রহমান ফকির, পৌর শাখার সম্পাদক কমরেড ওবায়দুর রহমান ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে ৬০-৭০ ভাগ দাম বেড়েছে। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। আর এই সিন্ডিকেট ভাঙার সাহস বিনা ভোটের সরকারের নেই বরং তারা এখন পাহারাদার হিসেবে কাজ করছে। দ্রুত এই সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গ্যাস-বিদ্যুৎ এর দাম কমানোর জোর দাবী করেছেন তারা।

ভোটাধিকারের প্রশ্নে সাম্রাজ্যবাদীদের মাতাব্বরি বন্ধ করারও দাবী তুলেছেন সমাবেশ থেকে বক্তারা।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT