ঢাকা (সকাল ৯:৫৫) বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সাবেক এমপি এএফএম নজমুল হুদা’র ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ১০:৫৫, ৩০ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে সাবেক এমপি এএফএম নজমুল হুদা’র ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) এ উপলক্ষ্যে ঐতিহাসিক শহিদ হারুণ পার্কে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মন্ডল।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. শাহজাহান সিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান তালুকদার, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান পলাশ, আতাউর রহমান আতা, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বকুল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবীর, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম প্রত্যয়, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT