গৌরীপুরে শ্রমিকদল সভাপতি স্বপদে বহাল হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ওবায়দুর রহমান বুধবার সন্ধ্যা ০৬:৪৭, ১৮ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি পদে মো. শহীদুল্লাহ’র পুণরায় বহাল হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পৌর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মিছিলটি উত্তর বাজার মোড় থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুণরায় উত্তর বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সহসভাপতি আবুল হাসিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান পলাশ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, সহ সাংগঠনিক মিয়া হলুদ, আব্দুল কাইয়ুম, মইলাকান্দা ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক আবুল কালাম, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মো. দুলাল মিয়া মেম্বার, অচিন্তপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মুমতাজ উদ্দিন, মাওহা ইউনিয়নের সভাপতি স্বপন মিয়া, সহনাটী ইউনিয়নের সভাপতি মো. হলুদ মিয়া, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি মো. স্বপন মিয়া, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিধলা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।