গৌরীপুরে লকডাউনের ৮ দিনে ২০৪টি মামলা, ২ লাখ ২১ হাজার ৬শ টাকা জরিমানা
ওবায়দুর রহমান,ময়মনসিংহ বৃহস্পতিবার রাত ০৯:৪৬, ৮ জুলাই, ২০২১
ময়মনসিংহের গৌরীপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষে নিরলসভাবে মাঠে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান।
করোনা প্রতিরোধে প্রতিদিন মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসনের এ দুই কর্মকর্তা।
এছাড়া অব্যাহত রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের টহল। লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্য বিধি না মানায় বৃহস্পতিবার (৮ জুলাই) এ আট দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ উপজেলায় ২০৪টি মামলায় ২ লাখ ২১ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, এ উপজেলায় করোনা রোগির সংখ্যা দিন দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।