ঢাকা (বিকাল ৫:২৫) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার রাত ১১:১৩, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এর ভাংনামারী ইউনিটের আয়োজনে উপজেলার বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিন তারা ৭৪৫ জনের ব্লাদ গ্রুপিং করে।

 

অনুষ্ঠানে গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আঃ বারী।

তিনি এ সময় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রক্ত মানুষের জীবনকে বাঁচায়। এই ধরণের কার্যক্রমে সমাজের সকল মানুষ রক্তদানে উদ্বুদ্ধ হবে।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেণ সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক এ.কে.এম আমিনুল হক, আব্দুল মালেক, কোহিনূর নাহার, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইকবাল হোসেন, আয়োজক সাফায়েত হক শান্ত, জাহিদ হাসান ইমন, তারেক মিয়া, ইশতিয়াক আহমদ শাওন, শ্রাবণ আহাম্মেদ রিফাত, আতিক হাসান প্রমুখ।

স্বেচ্ছাসেবী হিসেবে রক্তের গ্রুপ নির্ণয় করেন তানজিনা আফরিন এ্যানি, রমজানুর আহমেদ নাজিম, শামীম মিয়া, শিমূল মিয়া, সামিউল সোয়াদ, মোঃ সালমান মিয়া, সাদিয়া আফরিন সুমাইয়া, রাকিবুল ইসলাম শান্ত, সজিবুল ইসলাম, মোঃ রাজিবুল হাসান, অন্তরা দাস, জারিন তাসনিম, তাসফিয়া আক্তার তমা, ইফাত আরা শেখ, মাসুমা আক্তার ফারজানা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT