ঢাকা (সন্ধ্যা ৭:৩৭) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শুক্রবার রাত ০৮:৩২, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ মো. শুক্কুর আলী (৪০) নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে।

 

সে গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত মোঃ আবসার মিয়ার ছেলে।

 

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম বৃহস্পতিবার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা এলাকার শাহ-আলম মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

 

এসময় তার কাছ থেকে ২ কেজী গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT