ঢাকা (বিকাল ৪:০৪) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে যুব ফোরামের সাথে হুইসেল ব্লোয়ার সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock মঙ্গলবার বিকেল ০৫:৪৩, ১০ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে নাগরিক প্ল্যাটফর্ম ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুব ফোরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের শহীদ মঞ্জু সড়কে অবস্থিত এনটিটি মডেল স্কুলের সভাকক্ষে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহাবুবুর রহমান।

এ সময় তিনি বলেন, যুবরাই পারবে আগামীর শান্তি, সম্প্রীতি ও কার্যকর গণতন্ত্রের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে। আমাদের দেশের এক-তৃতীয়াংশ হচ্ছে যুবারা। তাদেরকে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে হবে। আমরা যুবদের সর্বাত্মক সহযোগিতা করবো।

 

উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আশরাফুল ইসলাম কিরণের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ইমন সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সমাজে মানুষের মধ্যে মানুষের আস্থা কমে যাচ্ছে, তাই এই প্রকল্পের উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে সামাজিক আস্থা ফিরিয়ে আনা। একটা সহিসংসতামুক্ত, উচ্ছৃঙ্খলতামুক্ত ও সব ধরনের নিরাপত্তা, সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সকল কাজে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনর্মাণে যুবদেরই কাজ করতে হবে।

উপজেলা যুব ফোরামের সদস্য সচিব কাউসার আহমেদের সঞ্চালনায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির, নেত্রকোনার ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, রামকৃষ্ণ মন্দির কমিটির সাবেক সভাপতি নন্দ দুলাল সরকার, তৌহিদুল আমিন তুহিন ও ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব ফোরমের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের স্টেক হোল্ডার অংশ নেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT